সংগৃহীত
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সভার অনুমতি দেয়নি প্রশাসন।
সোমবার (২১ মার্চ) রাতে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুর রহমান ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্বগ্রাম স্কুল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেন। অপরদিকে জাহেদ আলী একই স্থানে বঙ্গবন্ধু স্বাধীনতা গোল্ডকাপ উপলক্ষে মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেন।
একই স্থানে দুটি অনুষ্ঠানের অনুমতি চাওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার মতামতের আলোকে আগামী ২৬ মার্চে কোন অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হলো না।
আগামীনিউজ/মালেক